বাসে হাফ ভাড়া নিয়ে বৈঠক চলছে

Passenger Voice    |    ০২:২০ পিএম, ২০২১-১১-২৭


বাসে হাফ ভাড়া নিয়ে বৈঠক চলছে

বাসে চলাচলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। বিষয়টি নিয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএয়ের প্রধান কার্যালয়ে এই বৈঠক বসে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বৈঠকের সভাপতিত্ব করছেন। 

এদিকে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান ওবায়দুল কাদের।

এর আগে বৃহস্পতিবার বিআরটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে বাস মালিকদের রাজি করাতে পারেনি সরকার।